Site icon Amra Moulvibazari

ওমরাহ ভিসা বন্ধ করায় বিপাকে ১০ হাজার বাংলাদেশি যাত্রী

ওমরাহ ভিসা বন্ধ করায় বিপাকে ১০ হাজার বাংলাদেশি যাত্রী

করোনা ভাইরাসের আতঙ্কে ওমরাহ ও টুরিস্ট ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি সরকার। বন্ধ রাখা হয়েছে পবিত্র মসজিদে নববী পরিদর্শনের সুযোগও। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশী ওমরাহ যাত্রীরাও।

ওমরাহ পালনের উদ্দেশ্যে বিমানবন্দরে গেলেও আজ ফিরতে হয়েছে অনেককে। এরকম বিপদের পড়ার শঙ্কা কমবেশি ১০ হাজার বলে জানিয়েছে হাব। তাদের আশঙ্কা ক্ষতির পরিমাণ দাড়াতে পারে ৫০ কোটি টাকা।

গেল কয়েকদিনে ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ছোঁয়া লেগেছে করোনা ভাইরাসের। আতঙ্কিত হয়ে বৃহস্পতিবার ওমরাহ ও টুরিস্ট ভিসা সাময়িক স্থগিতের ঘোষণা দেয় সৌদি আরব।

হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন অন্তত ১০ হাজার বাংলাদেশি ওমরাহ’র যাত্রী। এরই মধ্যে ভিসা হোটেল ও ওমরাহ বাবদ টাকাও পরিশোধ করেছেন প্রায় পাঁচ হাজার জন। বিমানবন্দরে গিয়েও যেতে পারেননি অনেকে।

ওমরাহের বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু জানাতে পারে নি বিমান কর্তৃপক্ষ।
হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে নিষেধাজ্ঞার কারণে ক্ষতি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা।

ওমরাহ’ স্থগিতের দিনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে হাব। জানানো হয় ইকোনোমি প্যাকেজে খরচ পড়বে ৩ লাখ সতেরো হাজার টাকা। নিবন্ধন শুরু হবে ২ মার্চ থেকে।


ওমরাহ ভিসা বন্ধ করে দিলো সৌদি আরব; দেখুন কী কারণে ?


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version