Site icon Amra Moulvibazari

বাসচালক স্বামীকে জেলে ফেলে ৩ নম্বর বিয়ে করতে চললেন রাখি?

বাসচালক স্বামীকে জেলে ফেলে ৩ নম্বর বিয়ে করতে চললেন রাখি?


ধর্ম পরিবর্তন করে রাখি থেকে হয়েছিলেন ফাতিমা। এরপর স্বামীকে পাঠালেন লাল দালানে। তারপর জানলেন আদিল আদৌ কোনো ধনাঢ্য ব্যক্তি নন। পেশায় বাসচালক। থাকেন বস্তিতে। খবর আনন্দবাজারের।

এবার মুম্বাইয়ের রাস্তায় রাখিকে দেখা গেলো বিয়ের সাজে। এই ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথেই জল্পনা কল্পনা শুরু হয়। রাখি কি তবে আবারও বিয়ে করতে চলেছেন? কিন্তু ঘটনা ভিন্ন।

পরনে রুপালি লেহেঙ্গা, ঘোমটা দিয়ে ঢাকা মুখ, পাশে শেরওয়ানিতে বর। এভাবেই দেখা গেল রাখিকে। রাখি একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে অংশ নিতে এমন বেশ ধারণ করেছিলেন। রাখি বলছেন, আমার একটা স্বামী, সে এখন জেলে। এ জীবনে আর কোনোদিন বিয়ে করব না। সোজা কবরে যাব।

এটিএম/



Exit mobile version