Site icon Amra Moulvibazari

ওমরাহ ভিসা বন্ধ করে দিলো সৌদি আরব; দেখুন কী কারণে ?

ওমরাহ ভিসা বন্ধ করে দিলো সৌদি আরব; দেখুন কী কারণে ?

করোনা ভাইরাসের বিস্তার রোধে ওমরাহ হজ ভিসা সাময়িক বন্ধ করেছে সৌদি আরব। স্বাস্থ্য সংস্থার বরাতে দেশটির গণমাধ্যম আরব নিউজ এই খবরটি নিশ্চিত করেছে।

মদিনায় অবস্থিত মসজিদে নববীতে বিদেশীদের যাওয়া বন্ধেরও ঘোষণা দেওয়া হয়। দেশটির সরকার জানায় জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নিয়েছে এ সরকার।

সৌদি আরব ভ্রমণের আগে কোনো দেশ ভ্রমণ করলে সেই তথ্যও সংগ্রহ করবে সৌদি আরবের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ।
চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

প্রতি বছর সারা পৃথিবী থেকে প্রায় ৭০ লক্ষ মানুষ সৌদি আরবে এসে ওমরাহ পালন করেন। সেক্ষেত্রে সৌদি আরব তাদের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ওমরাহগামী বিদেশী নাগরিকদের জন্য ভিসা সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে। এবং তারা বলছে যে স্বাস্থ্য বিভাগ থেকে আবারো পুনরায় অনুমতি পাওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিবে।

ওমরাহ ভিসা নিয়ে যারা ওমরাহ পালন করেন তারা মূলত দুটি জায়গায় যেয়ে থাকেন একটি হচ্ছে কাবা শরীফ যেটি সৌদির আরবের মক্কায় রয়েছে। এবং মসজিদে নববীতে যেয়ে থাকেন হযরত মোহাম্মদ (সঃ) এর রওজা মোবারক জিয়ারতের জন্য।
তাই এইসব স্থানে ওমরাহ পালনকারী বিদেশী নাগরিকদের যাওয়ায় সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ওমরাহ ভিসা বন্ধ হওয়ার ফলে ক্ষতির সম্মুখীন হবে সারা বিশ্বের ওমরাহ হজ এজেন্সিগুলো।
বাংলাদেশ থেকেও হাজার হাজার মানুষ প্রতি বছর ওমরাহ পালন করে থাকেন। এরই মধ্যে অনেকেরই যাত্রা বাতিল করতে হবে। কারণ সৌদি আরব ভিসা বন্ধ করার ফলে অনুমতি না থাকার কারণে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ওমরাহ পালনে যেতে পারবেন না।


দেশের বিমানমন্দরে প্রথমবারের মতো বসলো অত্যাধুনিক বডি স্ক্যানার


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version