Site icon Amra Moulvibazari

সিনেটর টেড ক্রুজের দিকে ছোড়া হলো বিয়ারের ক্যান! (ভিডিও)

সিনেটর টেড ক্রুজের দিকে ছোড়া হলো বিয়ারের ক্যান! (ভিডিও)


ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সিনেটর টেড ক্রুজকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বিয়ারের ক্যান।

সোমবার (৭ নভেম্বর) বেজবল টিমের ওয়ার্ল্ড ভিক্টোরি প্যারেডে টেড ক্রুজ অংশগ্রহণ করলে এই ঘটনা ঘটে। সিবিএস নিউজ জানিয়েছে, সিনেটরের দিকে বিয়ারের ক্যান ছুড়ে মারা ব্যক্তিকে আটক করেছে হিউস্টন পুলিশ।

গেলো সপ্তাহেই, বেজবলের ওয়ার্ল্ড সিরিজে চ্যাম্পিয়ন হয় হিউস্টন অ্যাস্ট্রোস। সেটির উদযাপনে চলছিল আনন্দ মিছিল। তাতে, অংশ নেন রিপাবলিকান পার্টির এই শীর্ষ নেতা। এ সময় তাকে লক্ষ্য করে বিয়ারের দু’টি ক্যান ছুড়ে মারা হয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান খোলা গাড়িতে দাঁড়ানো সিনেটর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ ভিডিও।

হিউস্টন পুলিশ টুইট করে জানিয়েছে, ঘটনার অল্প সময়ের মধ্যেই বিয়ারের ক্যান ছোড়ে মারা ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ডেমোক্র্যাট-রিপাবলিকানদের আজ ভাগ্য নির্ধারণ

/এম ই



Exit mobile version