Site icon Amra Moulvibazari

জাহাঙ্গীরকে নিয়ে আ. লীগের কোনো মাথা ব্যথা নেই: মোফাজ্জল হোসেন চৌধুরী

জাহাঙ্গীরকে নিয়ে আ. লীগের কোনো মাথা ব্যথা নেই: মোফাজ্জল হোসেন চৌধুরী


গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমকে নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার (২ মে) দুপুরে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সকালে গাজীপুরে নৌকা প্রতীককে বিজয়ী করতে সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৈঠকে ৪৮০টি কেন্দ্র ভিত্তিক কমিটি করার পাশাপাশি থানা পর্যায়ের কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত হয়। ভোটের দিন ভোটারের উপস্থিতি নিশ্চিতের জন্য প্রচার প্রচারণা চালাতে সকলের প্রতি নির্দেশনাও দেয়া হয় বৈঠকে।

ইউএইচ/



Exit mobile version