Site icon Amra Moulvibazari

ময়মনসিংহে একসাথে নিখোঁজ চার ছাত্রী; ৪ দিনেও মিলেনি খোঁজ

ময়মনসিংহে একসাথে নিখোঁজ চার ছাত্রী; ৪ দিনেও মিলেনি খোঁজ

ময়মনসিংহের ফুলপুর থেকে কলেজ ও মাদ্রাসা পড়ুয়া দুই বোন সহ চার জন মেয়ে গত চার দিন ধরে নিখোঁজ। খোঁজ পাচ্ছে না পরিবার। এতে শঙ্কা ও উৎকন্ঠায় দিন কাঠছে পরিবারের।

নিখোঁজ হওয়ার দুইদিন পর সোমবার ফুলপুর থানায় ডায়েরি করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা গণমাধ্যমকে জানান, গত ২২ ফেব্রুয়ারি নিখোঁজ চার শিক্ষার্থী যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখোঁজি শুরু করে পরিবারের সদস্যরা।
এক সাথে চার জন নিখোঁজ হওয়ায় উদ্বেগ আর উৎকন্ঠায় দিন পার করছেন তারা।

ময়মনসিংহ পুলিশ সুপার জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

নিখোঁজ_ হওয়া  শিক্ষার্থীরা হলো :

এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাফসা খাতুন

হাফসার ছোট বোন কওমি মাদ্রাসার ছাত্রী সুমাইয়া

তাদের চাচাতো বোন এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা খাতুন

এবং প্রতিবেশি এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী মিফতাহুল জান্নাত ইশাত।

ফুলপুরের পূর্ব বাখাই গ্রামে তাদের চার জনের বাড়ি।


এক সঙ্গে বুড়িগঙ্গা দখল করলো আওয়ামীলীগ ও বিএনপি’র দুই নেতা | BIWTA


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version