Site icon Amra Moulvibazari

আমানত সুরক্ষা আইন নিয়ে আতঙ্কে প্রবাসীরা

আমানত সুরক্ষা আইন নিয়ে আতঙ্কে প্রবাসীরা

আমানত সুরক্ষা আইন ২০২০ এর খসড়া অনুমোদনের আতঙ্কের মধ্যে আছেন প্রবাসীরা । নতুন আইনে বলা হয়েছে ব্যাংক দেউলিয়া হলে গ্রাহকের কোটি টাকা জমা থাকলে ও ফেরত পাবেন সর্বোচ্চ একলাখ টাকা । বেশি থাকলে  ও  তিনি সর্বোচ্চ পাবেন একলাখ টাকাই । এমন আইন বাস্তবায়নের আগে তা আরেকবার ভেবে দেখার দাবি জানিয়েছেন সংশিষ্টরা । দোসরা ফেব্রুয়ারি আমানত সুরক্ষা আইন ২০২০ এর খোসড়াটি চূড়ান্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে অর্থ-মন্ত্রনালয় । বিদ্যমান ব্যাংক আমানত বীমা আইন ২০২০ গ্রহীত করে নতুন এই চালু করা হবে । এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সব মহলে । আইনটিতে যে সব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে । তাতে দেখা যাচ্ছে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া বা বন্ধ হলে আমানতকারীরা একলাখ টাকার বেশি থাকলে ও তিনি তহবিল থেকে সর্বোচ্চ একলাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন । এত প্রবাসী ও সিলেটের মেয়াদি আমানতকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন ।প্রবাসীরা বলছেন ব্যাংকিং সেক্টরের নানা প্রতিকূলতার মধ্যে ও তারা বড় অঙ্কের আমানত রাখছেন । এই আইন চালু নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে  আতঙ্ক। যুক্তরাজ্য প্রবাসী বলেন,কিছু কিছু ব্যাংক দেশে সাংঘাতিক ভাবে বদনাম হয়ে গেছে । লুট লালসার মাঝে আমরা সবকিছু জেনে ও রাখতাম কারণ দেশে গভর্নমেন্ট  বলছে আমাদের টাকার নিরাপত্তা দিবে ।এখন যদি দেশের গভর্নমেন্টই বলে এরকম তাহলে আমাদের ব্যাংকে টাকা রাখা অসম্ভব হয়ে পড়বে ।প্রবাসী ও প্রবীণ আমানতকারীদের উৎকণ্ঠা দূরীকরণে আইনটি কার্যকরের আগে আরো যাচাই বাচাঁই করার আহবান সবার । চালু থাকা ব্যাংক বীমা আইনে শুধু ব্যাংক অন্তর্ভুক্ত ছিল নতুন আমানত সুরক্ষা আইনে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানকে ও অন্তর্ভুক্ত করা হয়েছে ।

Exit mobile version