Site icon Amra Moulvibazari

ইউক্রেনকে বিমান বিধ্বংসী ট্যাংক দিচ্ছে জার্মানি

ইউক্রেনকে বিমান বিধ্বংসী ট্যাংক দিচ্ছে জার্মানি


ছবি: সংগৃহীত

জার্মানি সরকার তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটিয়ে ইউক্রেইনকে প্রায় ৫০টি বিমান-বিধ্বংসী ট্যাংক পাঠাচ্ছে। এই ঘোষণার মাধ্যমে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের অবস্থান থেকে সরে এলো জার্মানি। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এমন ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার রামস্টেইন মার্কিন বিমানঘাঁটিতে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রসহ ৪০টি দেশের প্রতিনিধি। ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেয়ার ব্যাপারে জরুরি আলোচনা হয়। সেখানেই জার্মানির বরফ গলাতে সক্ষম হন মিত্ররা।

ষাটের দশকে নির্মিত ‘গেপাত ট্যাংকটি’ হাল-আমলেই সংস্কার করেছে জার্মানি। এই ট্যাংকটি সাড়ে পাঁচশ’ কিলোমিটার পর্যন্ত হামলা চালাতে সক্ষম।

যুদ্ধ চলাকালে ইউক্রেনকে সামরিক সহযোগিতা না পাঠানোয় সমালোচনার মুখে পড়েন জার্মান চ্যান্সেলর। নতুন ঘোষণা অনুসারে, ট্যাংক বিধ্বংসী এক হাজার ভারি অস্ত্র, ৫০০ স্টিংগার মিসাইল, প্রায় ৩ হাজার স্ট্রেলা মিসাইল এবং বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠাবে বার্লিন।

ইউএইচ/



Exit mobile version