Site icon Amra Moulvibazari

গাধার প্রতি সম্মান জানালো মেক্সিকানরা

গাধার প্রতি সম্মান জানালো মেক্সিকানরা


ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

‘মে দিবসে’ গাধার প্রতি সম্মাননা জানালো মেক্সিকোর ওতুম্বা শহরের বাসিন্দারা। মানুষের প্রয়োজনে কর্মঠ এ প্রাণীটির অবদানকে স্বীকৃতি জানাতে গত ছয় দশক ধরেই চলছে এ আয়োজন। খবর এপি’র।

গাঁধার খাটুনি! হাড় ভাঙা পরিশ্রমকে এ প্রবাদ দিয়েই ব্যাখ্যা করেন অনেকে। পরিশ্রমী প্রাণী গাধার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে প্রতি বছরের মতো এবারও মেক্সিকোর ওতুম্বা শহরের বাসিন্দারা আয়োজন করেন এ সম্মাননা অনুষ্ঠানের। আয়রন ম্যানসহ বিভিন্ন থিমে রং বেরংয়ের পোশাকে এদিকে দেখা গেছে গাধা। ঐতিহ্যবাহী বার্ষিক এ উৎসবে যোগ দিতে জড়ো হন হাজারো মানুষ। গাধার পিঠে চড়ে চলে পোলো খেলাও।

কৃষিনির্ভর এ অঞ্চলটির জীবিকার সাথে একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল গাধা। মেশিনের এ যুগে খুব একটা ব্যবহার না হলেও, এখনও কৃষকের উপকারী বন্ধু হিসেবে বিবেচিত এ প্রাণীটি। মেক্সিকোর এ অঞ্চলে তাই গাধাকে দেয়া হয় বিশেষ মর্যাদা। বিলুপ্তির হাত থেকে গাধা রক্ষায় সচেতনতা তৈরিও এ উৎসবের অন্যতম লক্ষ্য।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ওতুম্বার মেয়র বলেন, এটা আমাদের পুরোনো ঐতিহ্য। এটাকে এ ধরনের প্রাণী সংরক্ষণের একটা উদ্যোগও বলা যায়। কারণ, এখানকার অন্যতম ঐতিহ্য গাধা। গাধা এখন অনেক স্থানেই বিলুপ্ত। আমরা প্রজাতিটি টিকিয়ে রাখতে চাই।

প্রসঙ্গত, মেক্সিকোর এ ডাংকি ফেস্টিভালের সূচনা হয় ১৯৬৫ সালে। তখন থেকে প্রতিবছরই মহাআড়ম্বরে পালিত হচ্ছে গাধাকে সম্মান জানানোর এ উৎসব।

/এসএইচ



Exit mobile version