Site icon Amra Moulvibazari

নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩

নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৩


সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ার ইটালী ইউনিয়নে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়েছেন আরও ৩ জন।

বুধবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বর চন্দ্রের ছেলে।

ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, রাতে কুমগ্রাম বাজারের হাবিবুর রহমানের ওয়েল্ডিং কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় সেখানে থাকা ভ্যানচালক জগদীশ ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণের পর আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে তা নেভাতে গিয়ে গিয়ে মন্টু, আব্দুর রাজ্জাক ও অজ্ঞাত একজন দগ্ধ হন। এসময় আগুনে পুড়ে যায় পার্শ্ববর্তী আরও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এটিএম/



Exit mobile version