Site icon Amra Moulvibazari

ভারতে লাইভ সম্প্রচারে সাবেক এমপিকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

ভারতে লাইভ সম্প্রচারে সাবেক এমপিকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা


ভারতের উত্তর প্রদেশে লাইভ টিভি সম্প্রচার চলাকালে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করা হলো সাবেক এমপি আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে। শুক্রবার পুলিশের এনকাউন্টারে তার ছেলের মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার (১৫ এপ্রিল) রাতে উত্তর প্রদেশের রাজধানী প্রয়াগরাজে হয় এ হত্যাকাণ্ড। গত মাসেই হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আজীবন কারাদণ্ড শোনানো হয় আতিক আহমেদকে। এদিন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মেডিকেল পরীক্ষার জন্য কারাগার থেকে হাসপাতালে নেয়া হচ্ছিলো। তাদের মধ্যেই ছিলেন সাবেক এমপি। কড়া পাহারায় তাদের পুলিশের গাড়ি থেকে নামানোর পরই ঘিরে ধরেন গণমাধ্যমকর্মীরা। এতো মানুষের ভিড়েও দু’জনকে গুলি ছোড়া হয় দু’পাশ থেকে। এরপরই পুলিশের কাছে আত্মসমর্পণ করে তিন হামলাকারী। লভলেশ তিওয়ারি, সানি সিং এবং অরূন মৌর্য হিসেবে তাদেরকে শনাক্ত করেছে পুলিশ।

জানা গেছে, মাদকাসক্ত এসব যুবকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। পরিবারের দাবি, আত্মগোপনে ছিল অভিযুক্তরা।

এসজেড/



Exit mobile version