Site icon Amra Moulvibazari

আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে পাঁচ সিন্দুক ভর্তি টাকা উদ্ধার

আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে পাঁচ সিন্দুক ভর্তি টাকা উদ্ধার

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"total_editor_time":33,"brushes_used":0,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1582626847911","total_effects_time":0,"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1582626848006","sources":["305636580358211","271687061016211"],"layers_used":0,"width":750,"height":421,"subsource":"done_button"}

রাজধানীর গেন্ডারিয়া থানা ক্যাসিনোকান্ডে আলোচিত আওয়ামীলীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপণ ভুঁইয়ার বাড়ি তে অভিযান চালিয়ে টাকা ভর্তি পাঁচটি সিন্দুক, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে র‍্যাব।

এছাড়া ক্যাসিনোর সরঞ্জামও উদ্ধার করে র‍্যাব। গত রাতে পুরান ঢাকার গেন্ডারিয়া থানার লালমোহন সাহা স্ট্রিটের ৬ তলা ভবনে অবিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এনামুল হক এনু থানা আওয়ামীলীগের সভাপতি ও তার ভাই রুপন ভুঁইয়া থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ছয় তলা ভবনের নিচ তলার ছোট্ট তিনটি কক্ষ দেখে বুঝার উপায় নেই কোটি কোটি টাকা রয়েছে এই কক্ষ গুলোতে। সিন্দুক ভর্তি টাকা আর টাকা। এ যেন এনু রূপণের টাকা রাখার গুদাম ঘর। ক্যাসিনো হোতার অর্থ ভান্ডার।

পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ও এফডিআর।

ওয়ান্ডারাস ক্লাবের অবৈধ অর্থ এ বাড়িতে রাখা হতো বলে ধারণা করছে র‍্যাব। এখানে মিলেছে ক্লাবটিতে ব্যবহার করা ক্যাসিনো সরঞ্জামও।

শুধু তাদের বাড়ির হিসাব মিলাতে হিমসিম খাওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানালেন এমন আরো বাড়িতে অর্থ মজুদ আছে কিনা সেটি নিয়েও চলছে কাজ।

জুয়ারিদের ফুট – ফরমাইশ খাটা এই দুই ভাইয়ের সিনেমার গল্পের মতো মতো বদলে যাওয়া জীবন। গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের এক বাসায় অভিযানে মিলে পাঁচ কোটি টাকা ও সাড়ে আট কেজি স্বর্ণ।

গেল ১৩ জানুয়ারি কেরানিগন্জ থেকে এনু ও রূপণ কে গ্রেফতার করে সি আই ডি।


বন্ধ সরকারী অর্থসহায়তা পথে বসেছে জেলে


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version