Site icon Amra Moulvibazari

দুবাইতে বাড়ি-গাড়ি কিনলেন রাখি! অর্থের উৎস কী?

দুবাইতে বাড়ি-গাড়ি কিনলেন রাখি! অর্থের উৎস কী?


বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। নিজেকে কীভাবে আলোচনায় রাখতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন। সে মায়ের অসুস্থতা, বিয়ে কিংবা পারিবারিক সমস্যা সব কিছুই তিনি মিডিয়ায় এনে তামাশা করেন। এবার জানা গেলো দুভাইতে গাড়ি বাড়ি কিনলেন এই আইটেম গার্ল। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

দুবাইতে বাড়ি গাড়ি কেনাটা যদিও বলিউডে কোনো নতুন কিছু নয়। কিন্তু রাখি বরাবরই নিজেকে অসচ্ছল পরিবার থেকে আসা দাবি করে থাকেন। হঠাৎ কী করে তিনি এতো অর্থ বিত্তের মালিক বনে গেলেন তা নিয়ে অনেকেই অবাক।

সম্প্রতি এয়ারপোর্টে ধরা দিয়েছিলেন রাখি। সেখানেই সাংবাদিকদের কাছে এসব কথা জানান রাখি। দুবাইতে রাখি সাওয়ান্ত ড্যান্স অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছেন। কয়েকদিন আগে এর উদ্বোধন করতে দুবাইয়ে যান তিনি। সেখান থেকে ফিরে রাখি সাওয়ান্ত বলেন, আমি ড্যান্স অ্যাকাডেমি যাত্রা শুরু করেছি। নতুন বাড়ি, গাড়ি নিয়েছি। এসব আমার কোম্পানি আমাকে দিয়েছে।

কথা শেষ করতে না করতেই কেঁদেকেটে রাখি বলেন, এখানেই আমি আদিলকে গোলাপ হাতে নিয়ে স্বাগত জানিয়েছিলাম। আর সে তার বান্ধবীদের বলেছিল, এসব নাকি সব নাটক ছিল।

এটিএম/



Exit mobile version