Site icon Amra Moulvibazari

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর


ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার (২ এপ্রিল) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে, সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ জামিন আবেদন করেন।

এর আগে বুধবার রাতে ঢাকার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় প্রথম আলোর সম্পাদক ছাড়াও সাভারে পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাপারসন এবং প্রতিবেদনটি প্রচার-প্রকাশের সাথে জড়িত অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

গত ২৬শে মার্চ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদ নিয়ে বিতর্ক ওঠে। পরে প্রথম আলো কর্তৃপক্ষ সংবাদের সংশোধন করলেও এই খবরটিকে ‘মিথ্যা’ ও ‘রাষ্ট্রবিরোধী’ উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এই মামলায় গ্রেফতার আছেন সাংবাদিক শামসুজ্জামান শামস। জামিন মঞ্জুর না হওয়ায় এখনও তিনি আছেন কারাগারে।

/এম ই



Exit mobile version