Site icon Amra Moulvibazari

হিজাব খোলার উস্কানি দিলেও পেতে হবে কঠোর শাস্তি: ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়

হিজাব খোলার উস্কানি দিলেও পেতে হবে কঠোর শাস্তি: ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়


ইরানে হিজাব খোলার ব্যাপারে নারীদের উস্কানিদাতাদের ভোগ করতে হবে চরম শাস্তি। শনিবার (১৫ এপ্রিল) এই সতর্কবার্তা দেয় দেশটির অ্যাটর্নি জেনারেল অফিস। খবর আল জাজিরার।

এদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলি জামাদি জানান, যারা স্বেচ্ছায় পোশাক বিধিমালা লঙ্ঘন করবেন, তাদের তুলনায় ইন্ধনদাতারা বেশি অপরাধী। তাদের অপরাধ আদালতের মুখোমুখি করা হবে। কোর্ট যে শাস্তি নির্ধারণ করবেন, সেটাই হবে চূড়ান্ত রায়। যার বিরুদ্ধে আপিলও করার সুযোগ নেই।

অবশ্য, অভিযুক্তরা কেমন শাস্তির মুখোমুখি হবেন সেটা স্পষ্ট করা হয়নি। গত সপ্তাহেই,ইরানি নারীরা ঠিকভাবে চুল ঢেকে রাখছেন কিনা অথবা হিজাব পরিধান করছেন কিনা সে বিষয়টি নজরদারিতে আনতে প্রত্যেক সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি চালু করে সরকার। এর মাধ্যমে কোনো নারীকে শনাক্ত করা হলে প্রথমে মোবাইলে দেয়া হবে সতর্কবার্তা। তারপরও পোশাক বিধিমালা লঙ্ঘন করলে পেতে হবে শাস্তি।

এসজেড/



Exit mobile version