Site icon Amra Moulvibazari

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে

ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":1,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"total_editor_time":198,"brushes_used":1,"total_draw_time":27248,"effects_applied":0,"uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1582577272192","total_effects_time":0,"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1582577272200","sources":["305636580358211","271687061016211"],"layers_used":2,"width":750,"height":422,"subsource":"done_button"}

সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।শীত মৌসুমে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় দারুন খুশি জেলেরা।ব্যবসায়ীরা বলছেন সরকারের নেওয়া পদক্ষেপ এর কারণে এবার সাগরে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে।তাইরপ্তানি করার সুযোগ চান ব্যবসায়ীরা।সাগরে মাছ শিকার করে ঘাটে ফিরেছে ট্রলার।আর এই ট্রলারে ইলিশনিয়ে ব্যস্ত জেলেরা।কেউ ঝুড়িতে ভরছেন ইলিশ আর কেউ গুনছেন ইলিশ।এরপর ব্যবসায়ীদের কাছে সেই ইলিশ বিক্রি করছেন জেলেরা।জেলেরা বলছেন সমুদ্রে দুই তিন মাছের মধ্যে শুধু ইলিশ ধরা পড়ছে জালে।অন্যান্য জাতের মাছ কম কিন্তু ইলিশের সংখ্যা একটু বেশী।জেলেরা ও মালিকদের মুখে স্বস্তির হাসি।তারা বলেন,আমরা ভালো আছি এবং আমাদের পরিবার ও ভালোভাবে চলছে।সাগরে ও মাছ বাড়ছে ।কক্সবাজারে মৎস্য  অবতরন কেন্দ্রে দুটি পল্টুন।এখানে ইলিশে রাখার জায়গা না পেয়ে রাখা হয়েছে খোলা মাঠে।এমন অবস্থা গত তিন মাস ধরে।ব্যবসায়ীরা বলছেন,সরকারের নিষেজ্ঞাকার কারণে সাগরে বেড়েছে ইলিশের উৎপাদন।তাই বিদেশে রপ্তানির সুযোগ চান তারা।যেহেতু এ বছর প্রচুর ইলিশ আর এখানে মার্কেটই জায়গা কম।সরকার যে মাছ ধরা বন্ধ করেছে এর ফলে এর জন্য আমরা এর সাফল্য পেয়েছি।ব্যবসায়ীরা বলছেন সরকার যদি আমাদের রপ্তানির সুযোগ করে দেয় তাহলে দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করবে বলেআশাবাদী এবং এর ফলে দেশের অর্থনীতিতে ও ভূমিকা রাখবে।মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানান,মাছের সরবরাহ বাড়তে থাকায় দ্রুত নতুন একটি পল্টুন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।একসাথেপ্রচুর পরিমাণে বুট আসছে,তাই আমরা নতুন প্লাটুন তৈরী করার চিন্তা করছি।এই মৎস্য অবতরণ কেন্দ্রে গত তেইশ দিনে এক হাজার মেট্রিকটন মাছ এসেছে।যার মধ্যে ইলিশই ছয়শ মেট্রিকটন ।

Exit mobile version