Site icon Amra Moulvibazari

ঝিনাইদহে বোমা হামলায় যুবক আহত

ঝিনাইদহে বোমা হামলায় যুবক আহত


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বোমা হামলায় সবুজ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছে। রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার বড় শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি কর হয়। আহত সবুজ বড় শিমলা গ্রামের মৃত আবু কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক বছর আগে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলীকে কুপিয়ে জখম করে বড় মিশলা গ্রামের প্রতিপক্ষরা। তাদের ধারালো দায়ের কোপে হযরত আলীর একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে এলাকায় দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এরই মধ্যে রোববার সকালে সবুজসহ ১০-১২ জন বড় শিমলা গ্রামের গাজিপাড়ায় গেলে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় বোমার বিস্ফোরণে সবুজ জখম হয়।

তবে ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলীর দাবি, তার ওপর হামলার পেছনে যারা জড়িত ছিল, তারাই তার সমর্থক সবুজকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

এ নিয়ে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে, কারা এ ঘটনার সাথে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। জড়িতদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসজেড/



Exit mobile version