Site icon Amra Moulvibazari

সোনারগাঁয়ে ফলাফল পক্ষে না আসায় প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে আহত

সোনারগাঁয়ে ফলাফল পক্ষে না আসায় প্রিজাইডিং অফিসারকে পিটিয়ে আহত


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে ৭নং ওয়ার্ডের পাচঁপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করেছে পরাজিত দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকরা। এ সময় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল মাহাবুব নামে এক ইউপি সদস্য প্রার্থী ও তার সমর্থক রবিউল ইসলামকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের পাচঁপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুরুষ ও নারী দুটি কেন্দ্রে বিভক্ত করা হয়। দুটি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষ হলে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার টিটু চন্দ্র দেবনাথ ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। পরে নারী ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলাম ফলাফল ঘোষণা করে নোটিশ বোর্ডে সাটিয়ে দেন।

ফলাফলে পরাজিত হওয়ায় ইউপি সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও মোরগ প্রতীকের প্রার্থী আবু তাহের ফলাফল না মেনে তাদের সমর্থকদের জড়ো করে। এছাড়া তালা প্রতীকের আল মাহাবুব নোটিশ বোর্ডে সাটানো ফলাফল শিট ছিড়ে ফেলে দেন। এ সময় তারা একত্রিত হয়ে প্রিজাইডিং অফিসারের কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে ও প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে আহত অবস্থায় প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ধাওয়া করে তালা প্রতীকের প্রার্থী আল মাহাবুব ও তার সমর্থক রবিউল ইসলামকে আটক করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, পাঁচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে মারধরের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউসুফ উর রহমান জানান, নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে পাঁচপীর দরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকরা প্রিজাইডিং অফিসারের কক্ষে ভাঙচুর করে ফখরুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওই প্রিজাইডিং অফিসার বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

জেডআই/



Exit mobile version