Site icon Amra Moulvibazari

দিল্লি পৌরসভায় উত্তেজনা, বিজেপি ও আম আদমি পার্টির সদস্যদের হাতাহাতি

দিল্লি পৌরসভায় উত্তেজনা, বিজেপি ও আম আদমি পার্টির সদস্যদের হাতাহাতি


দিল্লির পৌরসভায় উত্তেজনা থামছেই না। বিজেপি ও আম আদমি পার্টির পৌর সদস্যদের মধ্যে আবারও হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। ৬ সদস্যের পৌর কমিটি গঠনে ভোটের সময় দিল্লির মেয়র একটি ভোট বাতিল ঘোষণা করেন। সাথে সাথেই শুরু হয় তুমুল উত্তেজনা। মেয়রের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। একপর্যায়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। নতুন মেয়র শেলি ওবেরয়ের দিকেও তেড়ে যান বিক্ষুব্ধ বিজেপি কাউন্সিলররা।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই ভোট বাতিল করা হয়েছে বলে দাবি করেন বিজেপি কাউন্সিলররা। পরে এ ঘটনায় একটি এফআইআর দায়ের করে কেন্দ্রের ক্ষমতাসীনরা।

এটিএম/



Exit mobile version