Site icon Amra Moulvibazari

সকল প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

সকল প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট


ফাইল ছবি।

কর্মস্থল, এয়ারপোর্ট, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো জনসমাগমস্থলে এবং সরকারিসহ সকল প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথার্থ ঘোষণা করে রোববার (২ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ছাড়াও গার্মেন্টস সেক্টরেও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, পাবলিক প্রাইভেট সকল অর্গানাইজেশন, কর্মক্ষেত্র, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং অন্যান্য জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছেন। গার্মেন্টস সেক্টরেও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের ব্যাপারে রায়ে গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন: যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল

/এম ই



Exit mobile version