Site icon Amra Moulvibazari

রাশিয়ার মালবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ

রাশিয়ার মালবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ


ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে রাশিয়ার একটি মালবাহী ট্রেন। সোমবার (১ মে) ব্রায়ানস্ক অঞ্চলে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি। খবর মস্কো টাইমসের।

স্থানীয় প্রশাসন জানায়, স্থানীয় সময় সকাল দশটার দিকে আকস্মিক বিস্ফোরণের কবলে পড়ে তেল এবং কাঠবাহী ট্রেনটি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি বগিতে। এসময় লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় অন্তত ৭টি বগি। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরণটি কারা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা হওয়ায় সন্দেহের তীর সেদিকেই।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে একই অঞ্চলের এক গ্রামে ইউক্রেনের বাহিনীর গোলাবর্ষণে অন্তত চার বেসামরিক নিহত হন।

এটিএম/



Exit mobile version