Site icon Amra Moulvibazari

বিসিএস সিটি আইটি মেলায় রেজিস্ট্রেশন করে বিনামূল্যে জিতে নিন স্মার্ট টিভি

বিসিএস সিটি আইটি মেলায় রেজিস্ট্রেশন করে বিনামূল্যে জিতে নিন স্মার্ট টিভি
দেশের সবচেয়ে বড় আইটি মেলার আয়োজন করেছে বিসিএস কম্পিউটার সিটি। প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২ মার্চ থেকে ৭ মার্চ আগারগাঁও আইডিবি ভবনে এ মেলাটি অনুষ্ঠিত হবে।

এই মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে স্মার্ট টিভি, পাওয়ার ব্যাংক, হেডফোন ও গেমিং কি-বোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন, ইউএসবি স্পীকারসহ হাজারো উপহারের ব্যবস্থা করেছেন আয়োজকরা।

বিনামূল্যে এইসব পণ্য পাওয়ার নিয়ম-কানুন মেলা উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চালু করা ইভেন্টে উল্লেখ করা হয়েছে। মেলায় আগ্রহীরা যে কেউ এই ইভেন্টে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন করতে ইভেন্ট-১ এ বা ইভেন্ট-২ এ ক্লিক করার পর ইভেন্ট ওপেন হলে গোয়িং (going) এ ক্লিক করে নির্ধারিত নিয়মে আবেদন করুন।

ছয় দিনব্যাপী এই মেলায় আরও থাকছে সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, কুইজ কনটেস্ট এবং নানা রকম পণ্যের মাঝে অফুরন্ত ছাড় এবং ক্যাশ ব্যাক অফার।

এই বিষয়ে মেলার ওয়েব ও মিডিয়া বিষয়ক কনভেনার মো. জাহেদ আলী বলেন, বিসিএস সিটি আইটি থেকে বাংলাদেশে প্রথম আইটি ব্যবসা শুরু হয়। প্রতিবছর মানুষ অপেক্ষা করে সিটি আইটি মেলা কখন শুরু হবে। এবার ২০ বছর পূর্তি উপলক্ষ্যে একটু ভিন্ন আয়োজন করা হয়েছে। মানুষের যে আস্থা আছে সেটাকে মূল্যায়ন করে এবার টিকিট ছাড়াই মেলায় প্রবেশ করার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এবার মেলায় আমরা টিকিট রাখার পরিবর্তে আগতদের জন্য ওয়েলকাম গিফ্ট রেখেছি। মেলা উপলক্ষ্যে এবার নতুন নতুন কিছু পণ্য উপস্থাপন করা হবে যা গ্রাহকের কাছে সম্পূর্ণ নতুন।

বিসিএস সিটির কনভেনার পিনু চৌধুরী বলেন, বিসিএস কম্পিউটার সিটি প্রথম থেকেই কোয়ালিটি নিশ্চিত করে। ১৯৯৯ সালে এটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরে এই মেলা হয়। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে এবার বছরব্যাপী থাকছে প্রোগ্রাম। তবে, মেলায় যেন গ্রাহকরা উপকৃত হয় সেজন্য বিশেষ সুবিধা ও ব্যবস্থা রাখা হয়েছে।

আরো পোস্টঃ মৌলভীবাজারে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Exit mobile version