Site icon Amra Moulvibazari

টানা তিন এল ক্লাসিকো জিতে নতুন যেসব রেকর্ড গড়লো বার্সেলোনা

টানা তিন এল ক্লাসিকো জিতে নতুন যেসব রেকর্ড গড়লো বার্সেলোনা


সোমবারের এল ক্লাসিকোতে রেকর্ডের খাতা খুলেছে কাতালোনিয়ান জায়ান্ট বার্সেলোনা। রিয়ালের বিপক্ষে ফ্রাঙ্ক কেইসির গোলে ক্যাম্প ন্যুতে তিন হাজারতম গোলের দেখা পেয়েছে ক্লাবটি। সেই সাথে এল ক্লাসিকোতে তারা পেয়েছে শততম জয়। এছাড়া, ২০১৮ সালের পর এই প্রথম নিজেদের মাঠে লস ব্লাঙ্কোদের বিপক্ষে জয় পেলো কাতালানরা। আর, টানা তিন এল ক্লাসিকো জিতে সাবেক কোচ পেপ গার্দিওলার রেকর্ডে ভাগ বসিয়েছেন জাভি হার্নান্দেজ।

এল ক্লাসিকো দেখতে বিশ্বব্যাপী মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। একটা সময় মেসি-সুয়ারেজ নেইমার আর বেল-বেনজেমা-রোনালদোকে নিয়েই হতো এল ক্লাসিকোর মহারণ। তবে রোনালদো রিয়াল আর মেসি বার্সা ছাড়ার জৌলুস কিছুটা কমলেও এল ক্ল্যাসিকোর উত্তেজনা কমেনি এক বিন্দুও।

সোমবার রাতে রিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথেও অনেকটাই এগিয়ে এখন তারা। খেলার অতিরিক্ত সময়ে ফ্রাঙ্ক কেসির গোলে রেকর্ড গড়েছে বার্সা। এ গোলেই ক্যাম্প ন্যু’তে ৩ হাজারতম গোল হলো কাতালানদের। সেই সাথে রিয়ালের বিপক্ষে এটি তাদের শততম জয়। এখানেই শেষ নয়। ২০১৮ সালের পর ঘরের মাঠে প্রথম এল ক্ল্যাসিকো জিতলো তারা।

এ নিয়ে টানা ৩টি এল ক্ল্যাসিকো জিতলো জাভি হার্নান্দেজের দল। এর আগে, সবশেষ ২০১১-১২ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে এমন কীর্তি গড়েছিল কাতালানরা। সাবেক গুরুকে সামনে রেখেই রোববার তার রেকর্ডে ভাগ বসালেন জাভি।

এ প্রসঙ্গে বর্তমান বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ১২ ম্যাচ বাকি থাকতেই ১২ পয়েন্টে এগিয়ে আছি আমরা। এতে আমি বেশ খুশি। কিন্তু এখনও অনকে পথ পাড়ি দিতে হবে। আমরা চাইলেই আরাম করতে পারবো না। চ্যাম্পিয়ন হয়ে গেছি এমন অনুভূতিও কাজ করছে না।

এখন পর্যন্ত রিয়াল-বার্সা এল ক্ল্যাসিকোতে একে অপরের মুখোমুখী হয়েছে ২৫৩ ম্যাচে। যেখানে এগিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। ১০১ ম্যাচে জিতেছে রিয়াল আর বার্সা জিতেছে ১০০টিতে। ড্র হয়েছে মোট ৫২টি ম্যাচ। অপরদিকে গোলের দিক থেকেও এগিয়ে আছে রিয়াল। তাদের ৪২০ গোলের বিপরীতে বার্সার গোল সংখ্যা ৪১৫।

এ শতাব্দীতেও অর্থাৎ ২০০০ সালের পর রিয়ালকে মোটামুটি অনেক কিছুতেই পেছনে ফেলেছে বার্সা। এ সময় একে অপরের বিপক্ষে তারা লড়েছে মোট ৬৬ বার। যেখানে কাতালানদের জয় ২৬টি আর লস ব্লাঙ্কোসদের ২৩টি। বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে। এ সময়, রিয়ালের জালে বার্সার গোল ১১৪টি আর রিয়াল বার্সার বিরুদ্ধে গোল উদযাপন করেছে মোট ৯৫ বার।

আগামী ৫ এপ্রিল কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী।

/এসএইচ



Exit mobile version