Site icon Amra Moulvibazari

নারীদের দেহ ব্যবসায় বাধ্য করতো যুবলীগ নেত্রী পাপিয়া – র‌্যাব

নারীদের দেহ ব্যবসায় বাধ্য করতো যুবলীগ নেত্রী পাপিয়া – র‌্যাব

নারীদের দেহ ব্যবসায় বাধ্য করতো সদ্য বহিস্কৃত হওয়া যুবলীগ নেত্রী পাপিয়া ও তার স্বামী মতি সুমন। জড়িত ছিল অর্থপাচার সহ অবৈধ অস্ত্র ও জাল টাকার ব্যবসায়।
বিভিন্ন স্থানে রয়েছিল তার টর্চার সেল। আজ ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

বিমানবন্দর থানা পুলিশের কাছে গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়েছে।

নির্দিষ্ট কোনো পেশা নেই অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক নরসিংদীর মহিলা যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী সুমন। নরসিংদীতে অবৈধ অস্ত্র ও জাল টাকার ব্যবসার পাশাপাশি নারীদের দেহ ব্যবসায় বাধ্য করতো এই দম্পত্তি।

অবাধ্য হলেই নিজস্ব টর্চার সেলে চলতো শারিরীক ও মানসিক নির্যাতন।

র‌্যাব-১ এথ অধিনায়ক লেঃ কর্নেল শফিউল্লাহ ব্রিফিংয়ে জানান, “তারা বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে কম বয়সী মেয়েদের দিয়ে জোরপূর্বক বিভিন্ন অনৈতিক কাজ করতে বাধ্য করতো। যাদের অধিকাংশই নরসিংদী এলাকা থেকে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হতো।”

অল্পদিনেই তারা গড়েছে সম্পদের পাহাড়। রাজধানীর ইন্দিরা রোডে দুটি ফ্ল্যাট, নরসিংদী শহরে দুটি ফ্ল্যাট ও গাড়ি, ও নরসিংদীর বাগ্ডি এলাকায় দুই কোটি টাকা মূল্যের দুটি প্লট রয়েছে।

এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রয়েছে বলে জানায় র‌্যাব।

কিউ এন্ড সি নামে তাদের এক ক্যাডার বাহিনীও রয়েছে বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃত শামীমা দম্পত্তি ও তাদের সহযোগীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণের জন্য অমানুষিক নির্যাতন


Our Facebook Page :আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari

Exit mobile version