Site icon Amra Moulvibazari

মৌলভীবাজার ক্রাশ এন্ড কনফেশন পেজ এ চলছে মেয়েদেরকে হ্যারেজমেন্ট

মৌলভীবাজার ক্রাশ এন্ড কনফেশন পেজ এ চলছে মেয়েদেরকে হ্যারেজমেন্ট

মৌলভীবাজারে ক্রাশ এন্ড কনফেশন নামক একটি পেজ থেকে কনফেশনের নামে চলছে মেয়েদেরকে হ্যারেজমেন্ট।

বিভিন্ন মেয়ে ও ছেলেদের ছবি প্রকাশ করে সোশ্যাল প্লাটফর্মে তাদেরকে হেয় প্রতিপন্ন করছে। অনেকের ছবি কোনো প্রকার অনুমতি ছাড়া তাদের পেইজে প্রকাশ করা হয়।

এই কারণে অনেক মেয়েকে পারসোনালি ছেলেরা বিভিন্ন ভাবে হয়রানি করে। অনুমতি ছাড়া অনেক ছবির বিরুদ্ধে রিপোর্ট করা হলেও এডমিনরা তার কোনো রেসপন্সই দেয় না।
উল্টো পরবর্তী পোস্টে রিপোর্টকারীকে নিয়ে পেইজে ট্রল করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে মৌলভীবাজার মহিলা কলেজের একজন ছাত্রী অভিযোগ করেন তার ফেইসবুক প্রোফাইল থেকে পারসোনাল ছবি নিয়ে একটি ছেলে ওই পেইজের এডমিনের মাধ্যমে তাদের পেইজ এ প্রকাশ করে।
মেয়েটি এডমিনের কাছে অভিযোগ দিলেও তারা কোনো পাত্তা না দিয়ে উল্টো ট্রল করে।

এডমিনদের দায়িত্ববোধ কেমন তা নিচের স্ক্রিনশট দেখলেই বুজতে পারবেন।

এ ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ না নিলে পরবর্তীতে এরকম আরো হয়রানির ঘটনা ঘটবে। মজা নেয়া হোক। তবে তা লিমিটের মধ্যে থেকে। আপনাদের মজা করা থেকে যদি কারো সমস্যা হয় তাহলে সেটা গ্রহনযোগ্য না। অবশ্যই এডমিনদের দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত।

প্রশাসনের উচিত এসব ব্যাপারে একটু নজর দেয়া দরকার।

Exit mobile version