Site icon Amra Moulvibazari

থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে বাংলাদেশ

থাইল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপের ফাইনালে বাংলাদেশ


বঙ্গবন্ধু কাপ আর্ন্তজাতিক কাবাডির সেমিফাইনালে থাইল্যান্ডকে ৪৫-২৬ পয়েন্টে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এ আসরের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। যদিও খেলার এক পর্যায়ে ৭-৪ পয়েন্টে পিছিয়ে ছিল স্বাগতিকরা।সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ম্যাচ জেতে তুহিন তরফদারের দল। এ জয়ে ২০২৪ কাবাডি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করলো বাংলাদেশ। মঙ্গলবার (২১ মার্চ) ফাইনালে চাইনিজ তাইপের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ।

রাজধানীর পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে স্বাগতিকরা সহজ আরেকটি ম্যাচ জিতবে- এ স্বপ্ন নিয়েই সেমিফাইনাল দেখতে গ্যালারিতে গিয়েছিলেন বাংলাদেশের কাবাডি ভক্তরা। কিন্তু, শুরুতেই স্বাগতিকদের চমকে দিয়ে ৭-৪ পয়েন্টের লিড নেয় প্রতিপক্ষ থাইল্যান্ড। তবে শেষ পর্যন্ত শুরুর বিপর্যয় সামলে ঘুরে দাঁড়ান তুহিন-রাসেলরা। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে যায় ১৭-১১ পয়েন্টে।

দ্বিতীয়ার্ধে দুর্বার হয়ে ওঠে স্বাগতিক বাংলাদেশ। তুলে নেয় ২৮ পয়েন্ট, পক্ষান্তরে থাইল্যান্ড কেবল ১৫। শেষ পর্যন্ত ৪৫-২৬ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ।

প্রসঙ্গত, পোল্যান্ড, আর্জেন্টিনা, নেপাল, ইংল্যান্ড, ইরাকের পর এবার থাইল্যান্ডের বিপক্ষে জয়। সব মিলিয়ে এখন যেন উড়ছে বাংলাদেশ কাবাডি দল। ফাইনালে বাংলাদেশকে লড়তে হবে চাইনিজ তাইপের বিপক্ষে, যারা কিনা ইরাককে হারিয়েছে ২য় সেমিফাইনালে। বাংলাদেশের লক্ষ্য এবার হ্যাটট্রিক শিরোপা।

/এসএইচ



Exit mobile version