Site icon Amra Moulvibazari

বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণের জন্য অমানুষিক নির্যাতন

বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণের জন্য অমানুষিক নির্যাতন

বিয়ের ফাঁদে ফেলে মুক্তিপণ দাবিতে নির্যাতনের ঘটনায় কথথিত স্ত্রী মন্টিসহ চার জনকে আটক করা হয়েছে। অপর তিনজন হলেন মন্টির সাবেক স্বামী, ভাই ও বাবা।
চক্রটি প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের নামে প্রতারণা করে বিভিন্ন সময় বিপুল হাতিয়ে নিয়েছে বলে দাবি র‌্যাবের।

নরসিংদীতে কথিত স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন প্রবাসী যুবক রাসেলকে নির্যাতনে জড়িতদের ধরতে অভিযানে নামে র‌্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতভর নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অভিযুক্ত কথিত স্ত্রী মন্টি, তার সাবেক স্বামী, ভাই ও বাবাকে আটক করা হয়।
শনিবার সকালে নারায়নগন্জে র‌্যাব ১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি তুলে ধরা হয়।

র‌্যাব বলছে আটকৃতরা সবাই সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। এর আগেও বিয়ের নামে প্রতারণা করে অনেকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

গেল ২৭শে জানুয়ারি নরসিংদীতে পুলিশ পরিচয়ে রাসেলকে অপহরণ করে কথিত স্ত্রী মারিয়া আক্তার মন্টি সহ তার শ্বশুর বাড়ির লোকজন। তারপর চালানো হয় অমানুষিক নির্যাতন। পুড়িয়ে দেয়া হয় যৌনাঙ্গ।

যার ভিডিও চিত্র ধারণ করে পাঠানো হয় তার মায়ের কাছে। দাবি করা হয় দশ লাখ টাকার মুক্তিপণ।
দেড় লাখ টাকা দেয়ার পর র‌্যাবের ধারস্থ হন স্বজনরা।


টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন


আমদের ফেসবুক পেজঃ Amra Moulvibazari


বিয়ের প্রলোভন,বিয়ের প্রলোভন

Exit mobile version