ফলাফল কী হবে সেটা জেনেই কুমিল্লা সিটি নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। এই সরকারের অধীনে ভোটে যাওয়া মানেই হলো সরকারকে বৈধতা দেয়া। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদপত্রের কালো দিবস পালন উপলক্ষ্যে বিএফইউজে ও ডিইউজের একাংশের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতার ৫০ বছরে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। গত একযুগে ধীরে ধীরে দেশে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, তাদের কাছ থেকে গণতন্ত্র আশা করা যায় না। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে সব মানুষকে জাগিয়ে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বিএনপি।
/এডব্লিউ