ইমরান হাসান মারজানঃ
শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও নানা উদ্দীপনার মধ্য দিয়ে এ বছরেও বিপুল পরিমাণ কম্বল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেছেন আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
শ্রীমঙ্গলের জানাউড়া বাজারে আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে, শিকড়ের সন্ধানে মানবতার কল্যাণে নিবেদিত।
” আমার এই গ্রামের কাছে আমার অনেক ঋণ আছে” এই শ্লোগান নিয়ে সমাপ্ত হয়েছে “মানবতার ফেরিওয়ালা” আলোচনা সভা ও অনুষ্ঠান।
আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বিপুল পরিমান কম্বল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেন। সেই সাথে ছিল দিনব্যাপী বিভিন্ন রকমের খেলাধুলা।
শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ, ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিওর সহ সভাপতি, মৌলানা মহিউদ্দিন, প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুর হাই স্কুল, ডাঃ মোঃ একরামুল কবীর, জহর তপদার, রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাবেয়া আক্তার প্রমুখ।
আরো পোস্টঃ শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী পূজা শুরু
আমদের ফেসবুক পেজঃ Amra Moulvibazari