Site icon Amra Moulvibazari

আইসিসির বিরুদ্ধে এবার পাল্টা মামলা রাশিয়ার

আইসিসির বিরুদ্ধে এবার পাল্টা মামলা রাশিয়ার


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউক্রেন থেকে শিশুদের উচ্ছেদের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হয়। মামলার পর পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এবার আইসিসির সংশ্লিষ্ট কৌঁসুলি ও বিচারকদের বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা করেছে রাশিয়া। খবর আরটি’র।

সোমবার (২০ মার্চ) টেলিগ্রামের এক পোস্টে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, আইসিসির কৌঁসুলি করিম আহমদ খান, বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোর আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদে গোডিনেজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, পুতিনের বিরুদ্ধে আইসিসির জারিকৃত গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণ অবৈধ। আইসিসির বিচারক ও কৌঁসুলিরা বেআইনি কর্মকাণ্ড ঘটিয়েছেন। জাতিসংঘের ১৯৭৩ সালের প্রোটেকশন অব ডিপ্লোম্যাটস কনভেনশন অনুযায়ী, রাষ্ট্রপ্রধানদের বিদেশি কোনো আইনে বিচার করার কোনো সুযোগ নেই। তাদের ওই অবস্থা থেকে দায়মুক্তি দেয়া হয়েছে।

এএআর/



Exit mobile version