Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ায় নদীতে ডুবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় নদীতে ডুবে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় নদীতে পড়ে মো. কাশেম সিকদার (৩৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) স্থানীয় সময় সকালে কেলানতান রাজ্যের কাম্পুং স্টারের তেনাগা ন্যাশনাল বেরহাদ (টিএনবি) জলবিদ্যুৎ প্রকল্প সাইটে কাজ করার সময় নেংগিরি নদীতে পড়ে যান কাশেম। এতেই তার মৃত্যু ঘটে।

গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপার সিক চুন ফু জানান, দুপুরের দিকে কাশেম লোহার পাইপে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ভুক্তভোগী ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরেছিলেন বলেও জানান তিনি।

সিক চুন ফু আরও জানান, দুর্ঘটনাটি একজন তত্ত্বাবধায়ক দেখতে পেলেও প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা যায়নি। পরে দুপুর ১২.৪০ মিনিটের দিকে নিহতের লাশ পাওয়া যায়।

পুলিশ প্রধান সুপার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্তে কোনো অপরাধের চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য মরদেহ গুয়া মুসাং হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি আকস্মিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপার।

এসজেড/



Exit mobile version