Site icon Amra Moulvibazari

শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী পূজা শুরু

শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের শিবচতুর্দশী পূজা শুরু
ইমরান হাসান মারজানঃ শুক্রবার থেকে শ্রীমঙ্গলের নির্মাই শিব বাড়ির শিব মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শিব চতুর্দশী পূজা শুরু হয়েছে। পাশাপাশি চলছে মেলা।
শিব চতুর্দশী পূজার শেষ সময় শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত। তবে ধর্মীয় এই নীতিকে ছাপিয়ে শিব বাড়ির মেলায় দেখা মিলেছে সকল ধর্মের মানুষের। হাজারো ভক্তের সমাগমের কারণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
মেলা প্রাঙ্গণে বাড়ছে ভিড়। আগত দর্শনাথী ও পুর্ণ্যার্থীদের নিরাপত্তা দিতে প্রচুর পরিশ্রম করছেন স্বেচ্ছাসেবকরা।
এ বিষয়ে নির্মাই শিববাড়ি স্থায়ী কমিটির সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল জানান এখানে মুসলিম-হিন্দু-বৌদ্ধ সকল সম্প্রদায়ের লোকজন একে অপরের সাথে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। সকলে একসাথে উৎসবমুখর পরিবেশে শিব চতুর্দশী পূজায় ব্যস্ত রয়েছেন।
শিব মন্দিরের দায়িত্বে থাকা জহর তরফদার জানান, দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য পূজা ও মেলা প্রাঙ্গণে কাজ করছেন শতাধিক স্বেচ্ছাসেবক।
হবিগঞ্জের চুনারুঘাট থেকে আসা সুবল পাল জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভাল থাকায় এবছর প্রচুর দর্শনার্থীর মিলনমেলা ঘটেছে।
পূজায় আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত শ্রীমঙ্গল থানার পুলিশ অফিসার সুমন জানান, শিব চতুর্দশী পূজা ও মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ।
তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরো পোস্টঃ আশার আলো গ্রুপের পক্ষ হতে গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ


আমদের ফেসবুক পেজঃ Amra Moulvibazari

Exit mobile version