Site icon Amra Moulvibazari

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে করোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে করোনা ভাইরাস এর আক্রান্তের সংখ্যা

চীনের বাইরে হঠাৎই বিস্তার ঘটছে করোনা ভাইরাসের। দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
শনিবারে দেশটিতে নতুন করে ১৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় ভাইরাসের বিস্তার ঠেকানোর সুযোগ কমে আসছে বলে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন উদ্বেগের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যেও।

এতদিন জন-মানবহীন শূন্য রাস্তাঘাটের চিত্র দেখা গেছে কেবল চীনেই। করোনা ভাইরাস আতঙ্কে এখন একই দশা দক্ষিণ কোরিয়াতেও। গেল তিন দিনে হঠাৎ করেই সংক্রমণ বেড়েছে দেশটিতে।

চীনের বাইরেরে দেশ হিসেবে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। সবচেয়ে খারাপ অবস্থা ভেগু শহরের।

রাজধানী সিউল আর সবচেয়ে বড় শহর বোসানেও নিশ্চিত হয়েছে ভাইরাসটির উপস্থিতি। বিস্তার রোধে সেনাঘাটি অবরুদ্ধ রাখা সহ নেয়া হয়েছে নানা ব্যবস্থা।

চীনের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি করোনার সংক্রমণ বাড়ছে মধ্যপ্রাচ্য আর ইউরোপেও। শুক্রবার ইরানে নতুন করে দু জনের মৃত্যু হয়েছে, করোনায় ইতালিতে হয়েছে প্রথম প্রাণহানি।

হঠাৎ এমন বিস্তারে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের উদ্বেগ করোনা ঠেকানোর সুযোগ কমে আসছে দ্রুত।

নতুন জায়াগায় ভাইরাস আতঙ্কে ব্যপক প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। অনেক দেশ ও বিমান সংস্থা চীনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় গেল কয়দিনে প্রায় তিন হাজার কোটি ডলার রাজস্ব কমেছে বিমান খাতে।
চীনে গাড়ি বিক্রি কমে গেছে ৯২% শতাংশ।


ভাইরাসের আতঙ্কে জাহাজে বন্দী ৪ হাজারেরও বেশি আরোহী


We are on facebook : Amra Moulvibazari

Exit mobile version