Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে


যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। খবর রয়টার্সের।

দুর্গতদের নিরাপদে সরিয়ে নিতে চলছে জরুরি বিভাগের অভিযান। তবে এখনও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কঠিন হয়ে পড়েছে আটকে পড়াদের উদ্ধার অভিযান। এমনকি মঙ্গলবার (২ আগস্ট) বেশ কয়েক জায়গায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্থানীয়দের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

সোমবার হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে প্রায় ৪শ’ জনকে। নতুন করে বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, স্থাপনা। ডুবে আছে রাস্তাঘাট। তলিয়েছে মাইলের পর মাইল ফসলি জমি। কিছু এলাকায় চালু হয়েছে বিদ্যুৎ সংযোগ। তবে এখনও অন্ধকারে প্রায় ১২ হাজার বাসিন্দা।

/এমএন



Exit mobile version