ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মসূচির সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে হস্তক্ষেপ করতে হয় মার্কিন পুলিশকে।
সোমবার (১ মে) ওয়াশিংটনে বিশ্বব্যাংক কার্যালয়ের সামনেই ঘটে এ ঘটনা।
এদিন সকালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছরপূর্তি উপলক্ষে বিশ্বব্যাংক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাবেশ আয়োজন করেন। এক পর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে দু’দলেরই বেশ কয়েকজন আহত হন।
পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ওয়াশিংটন পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করেছে সেখানকার নিরাপত্তা বাহিনী।
/এসএইচ