Site icon Amra Moulvibazari

ভারত সফর উপলক্ষে ট্রাম্পের পূজা করছেন এক ভারতীয়

ভারত সফর উপলক্ষে ট্রাম্পের পূজা করছেন এক ভারতীয়

আর একদিন পরেই বহুল আলোচিত সফরে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সরকারি আয়োজনের বাইরেও তাকে স্বাগত জানাতে নানা কান্ডকারখানা করছেন খেপাটে ভারতীয় ভক্তরা।

ট্রাম্পকে রীতিমত দেবতার আসনে বসিয়েছেন তেলেঙ্গানার ভুষা কৃষ্ণ।

ভারত সফরে ট্রামপকে স্বাগত জানাতে গান তৈরি করেছে কট্টরপন্থী দল হিন্দু সেনা।

বছর চারেক আগে ডোনাল্ড ট্রাম্পের পূজা শুরু করে বিশ্বব্যাপী গণমাধ্যমে উঠে এসেছিলেন ভূষা কৃষ্ণ। তার দাবি স্বপ্নে পাওয়া নির্দেশনা থেকেই ট্রাম্পকে প্রভু মেনেছেন তিনি।
তেলেঙ্গানার নিজ গ্রামের বাড়িতে ট্রাম্প মন্দির গড়ে তুলেছেন এই আবাসন ব্যবসায়ী। বসিয়েছেন মার্কিষ প্রসিডেন্টের প্রমাণ সাইজের এক মূর্তি। দেয়াল জুড়ে লিখেছেন প্রিয় নেতার নাম।

পূজার পাশাপাশি ট্রাম্পের দীর্ঘ জীবন কামনায় প্রতি শুক্রবার উপোস ও করেন ভুষা কৃষ্ণ।

ভুষার স্বপ্নের দেবতা আসছেন ভারতে। আনন্দ উচ্ছ্বাসে তাই বাড়িয়ে দিয়েছেন পূজা অর্চনা। অনুরাগ বা পাগলামো, যাই বলা হোক না কেন! মার্কিন প্রেসিডেন্টের প্রতি এ ভালোবাসা ভুষা-কে দিয়েছে ট্রাম্প কৃষ্ণ হিসেবে পরিচিতি।
গোটা বিষয়টিকে হালকা ভাবে নিয়েছে গ্রামবাসী।

ভারতে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম অনুসারী কট্টরপন্থী দল হিন্দু সেনা। ট্রাম্পকে স্বাগত জানাতে গান তৈরি করেছে তারা।
এবারই প্রথম নয়। দলটির ট্রাম্পপ্রীতির নজির পাওয়া গেছে বহু আগেই। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের পক্ষে প্রচারণাও চালায় হিন্দু সেনা। জয়ের পর করে উৎসবও।
প্রতি বছর রীতিমতো হইচই করে পালন করে মার্কিন প্রেসিডেন্টের জন্মদিন।

সোমবার মার্কিন প্রসিডেন্টের ভারত সফর উপলক্ষে বিপুল অর্থ ব্যয়ে চলছে সাজসজ্জা। দারিদ্রের চিত্র ঢেকে দিতে বস্তির সামনে তোলা হচ্ছে দেয়াল। যা নিয়ে ভারতজুড়ে চলছে ব্যপক সমালোচনা।

Exit mobile version