রিয়াল ছেড়ে পাকাপাকিভাবে গেটাফেতে যোগ দিলেন স্ট্রাইকার বোর্হা মায়োরাল। এরই মাধ্যমে লস ব্লাঙ্কোসদের সাথে ১৫ বছরের সম্পর্কের ইতি ঘটল মায়োরালের।
পাঁচ বছরের চুক্তিতে গেটাফেতে যোগ দিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। দুই ক্লাবের পক্ষ থেকেই সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়। রিয়ালের অ্যাকাডেমিতে বেড়ে ওঠা মায়োরালের মূল দলে অভিষেক হয় ২০১৫ সালে। তবে এরপর থেকে বিভিন্ন ক্লাবে ধারে খেলে আসছিলেন ২৫ বছর বয়সী ফুটবলার। গত মৌসুমে শীতকালীন দলবদলে ধারে যোগ দিয়েছিলেন গেতাফেতে। ১৮ ম্যাচে ৬ গোল করে আস্থা অর্জন করেন কোচের।
/এমএন