Site icon Amra Moulvibazari

রাশিয়ায় বন্দুক হামলা; নিহত ৩

রাশিয়ায় বন্দুক হামলা; নিহত ৩


প্রতীকী ছবি

রাশিয়ার একটি কিন্ডারগার্টেন স্কুলে বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন দুই শিশুসহ কমপক্ষে ৩ জন। মঙ্গলবার (২৬ এপ্রিল) দেশটির উলিয়ানভস্ক অঞ্চলে ঘটে এ ঘটনা। এতে গুরুতর আহত আরও একজন। খবর রিপাবলিক ওয়ার্ল্ডের।

প্রত্যক্ষদর্শীরা জানায়- স্কুলে ঢুকে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই এক শিক্ষক ও দুই শিশু প্রাণ হারান। শিশু দুটির বয়স ৩ থেকে ৬ বছরের মধ্যে। তিনজনকে হত্যার পর আত্মঘাতী হন হামলাকারী।

আরও পড়ুন: ক্ষমতায় থাকলে পুতিনকে ‘পারমাণবিক’ শব্দ বলা থেকে বিরত রাখতাম: ট্রাম্প (ভিডিও)

হামলার সময় স্কুলের গেটে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না বলে জানায় পুলিশ। হামলার রহস্য উদঘাটনে চলছে তদন্ত। তবে পারিবারিক কহলের জেরে এ সহিংসতা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জেডআই/



Exit mobile version