Site icon Amra Moulvibazari

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা স্বেচ্ছাসেবীকে গুলি করে হত্যা

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা স্বেচ্ছাসেবীকে গুলি করে হত্যা


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সলিমুল্লাহ নামে একজন রোহিঙ্গা স্বেচ্ছাসেবীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল বুধবার (১৫ জুন) রাত ১১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ২- ওয়েস্ট’র সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সলিম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবী হিসাবে রাত্রিকালীন পাহারাদার হিসাবে কাজ করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এর আগে গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের একজন ব্লক হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এ সময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন। মাঝি হত্যার এক সপ্তাহের মধ্যে আরও একজন স্বেচ্ছাসেবীকে হত্যা করলো রোহিঙ্গা দুর্বৃত্তরা।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গুলাগুলির মাঝখানে পড়ে মারা যান স্বেচ্ছাসেবী সলিমুল্লাহ। তবে এ ঘটনায় এখনো এপিবিএন’র বক্তব্য পাওয়া যায়নি।

ইউএইচ/



Exit mobile version