Site icon Amra Moulvibazari

‘বাবাকে আমি খুন করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন’, ছেলে গ্রেফতার

‘বাবাকে আমি খুন করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন’, ছেলে গ্রেফতার


টাঙ্গাইলের কালিহাতীতে বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) রাতে উপজেলার চারাল এলাকায় এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি জানান, আটক রাশেদ মানসিক ভারসাম্যহীন। গতরাতে হঠাৎ করেই বাবা আলী আজগরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে সে। পরে স্থানীয় একটি মসজিদে গিয়ে রাশেদ ইমামকে বলেন, আমার বাবাকে আমি খুন করেছি, আপনি একটু মাইকে প্রচার করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে আটক করে পুলিশে খবর দেন ইমাম। পুলিশ আলী আজগরের মরদেহ উদ্ধার ও রাশেদকে গ্রেফতার করে।

/এডব্লিউ



Exit mobile version