Site icon Amra Moulvibazari

মেসির রেকর্ডের দিনে পিএসজির সহজ জয়

মেসির রেকর্ডের দিনে পিএসজির সহজ জয়


ছবি: সংগৃহীত

মেসির রেকর্ড গড়ার দিনে শিরোপা দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেলো পিএসজি। শিরোপা দৌড়ে থাকা আরেক দল লেন্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে জমজমাট ম্যাচের আভাস ছিল। কিন্তু ম্যাচ একপেশে হয়ে যায় ১৯ মিনিটে লেন্স ডিফেন্ডার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

৩১ মিনিটে পিএসজিকে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। এর ৬ মিনিট পর বিনহা লিড দ্বিগুণ করেন। আর ৪০ মিনিটে দারুণ এক গোলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসেছেন মেসি। দু’জনেরই গোল সংখ্যা ৪৯৫টি করে।

এই জয়ে ৯ পয়েন্ট এগিয়ে গেল পিএসজি। ৩১ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লেন্স।

/এনএএস



Exit mobile version