Site icon Amra Moulvibazari

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন শাহবাজ

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন শাহবাজ


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত।

পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন শাহবাজ শরিফ। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ৫০ সদস্যের একটি দল নিয়ে সৌদি আরব যাবেন তিনি। এই সফরে সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতারা ও সরকারি কর্মকর্তা ছাড়াও থাকছেন তার পরিবারের সদস্যরা।

চার্টার্ড বিমান নয়, সৌদি সফরে পাক প্রধারমন্ত্রী বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করবেন বলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। শাহবাজ শরিফের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের মধ্যে যাদের নাম জানা গেছে, তাদের মধ্যে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টো জারদারি, যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মেহমুদ প্রমুখ। আর পরিবারের সদস্যদের মধ্যে এই সফরে শাহবাজের সঙ্গে অংশ নিতে পারেন তার ছেলে হামজা শাহবাজ, ছেলের স্ত্রী এবং তাদের সন্তান।

/এমএন



Exit mobile version