শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে অবস্থানকারী বিদেশী নাগরিকরা। তাদের অনেকের কাছেই এটা ছিল ভিন্ন ধরণের অভিজ্ঞতা।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তারাও গর্বিত।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের দুই দশক পার করেছে বিশ্ব। ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে জাতিসংঘের সদস্য দেশগুলো
দেশের আপামর জনসাধারণের পাশাপাশি দেশের অনেক বিদেশি পর্যটক শহীদ মিনারে এসেছেন শ্রদ্ধা জানাতে।
মাতৃভাষায় কথা বলা মানুষের জন্মগত অধিকার। আর সেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের সম্মান জানানো পবিত্র দায়িত্ব বলে মনে করেন তারা।
পাশাপাশি এই আনুষ্ঠানিকতা দারুণ উপভোগ করছেন তারা।
বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন শহীদ মিনারে।
ভাষার অধিকার রক্ষায় কারো শহীদ হতে হয় এ ঘটনা অনন্য ও দুঃখজনক বলে মন্তব্য করেন অনেকে।
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণের দাবি খুবই যৌক্তিক বলে মনে করছেন এসব বিদেশী।
বিশ্বের এক কোটি ১৮লাখ মানুষ কথা বলেন সিলেটি ভাষায়
Our Facebook page : Amra Moulvibazari
21st February 21st February