Site icon Amra Moulvibazari

নওফেলের আশ্বাসে চবিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলন সাময়িক স্থগিত

নওফেলের আশ্বাসে চবিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের আন্দোলন সাময়িক স্থগিত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি পুনর্বিবেচনায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে পদবঞ্চিতদের আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে আসে এ ঘোষণা।

মঙ্গলবারও সকালে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা। আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রাখেন। আর তাতে বন্ধ থাকে ক্লাস-পরীক্ষা, শাটল ট্রেন।

আন্দোলনকারীদের অভিযোগ, যোগ্য ও ত্যাগীদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন বিতর্কিতরা। এর মধ্যে অনেকে অছাত্র, অনেকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। পদ নিয়ে বাণিজ্যের অভিযোগও তোলেন বঞ্চিতরা।

গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর রাতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন পদবঞ্চিতরা।

/এমএন



Exit mobile version