ডিজিটাল নিরাপত্তা আইন বিভিন্ন দেশে আছে; বাংলাদেশেও এই আইন বাতিল হবে না বলে স্পষ্ট করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, কিছু ধারা সংশোধন হতে পারে।
রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্সের (ডিসিসিআই) এক সেমিনার শেষে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিভিন্ন দেশে আছে। সরকার অন্যায়ের বিরুদ্ধে মামলা করছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে করছে না। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সজাগ আছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে ঐ আইনে মামলা করা হয়েছে। তার কারণ, তারা অন্যায় করেছে। এই মামলা সাংবাদিকতার বিরুদ্ধে নয়। এ সময় প্রথম আলোর সম্পাদকের জামিন আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিছু অপব্যবহার হয়েছিল। এটা আমরা স্বীকার করি। এখানে সংশোধনের জন্য প্রথমে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস অফিসের সাথে আমরা আলোচনা করছি। এখনও সে আলোচনা চলছে। সেখান থেকে একটি টেকনিক্যাল নোট এসেছে। সেটা আমরা যাচাই করছি।
আরও পড়ুন: ক্ষমা না চেয়ে প্রথম আলো অপপ্রচার চালাচ্ছে: তথ্যমন্ত্রী
/এম ই