কান্দিরপাড় থেকে ধর্মপুর রোডে যারা সর্বদা চলাফেরা করেন তারা অবশ্যই রাসেল কে চিনেন, সর্বদা হাস্যমুখ এবং অনেক উদ্যমী একটি ছেলে।
যার দুইটা পা নাই এবং একটা হাত নাই, (রেললাইনে কাটা পরার কারণে )
সে ভিক্ষা না করে অটোরিকশা চালিয়ে সংসার চালায় আজ দিনের বেলা কান্দিরপাড় মোড়ে ট্রাফিকের এক সার্জেন্ট তাকে বেধড়ক পিটায়।
যতদুর জানি কান্দিরপাড় থেকে ধর্মপুর এবং টমছম ব্রীজের প্রতিটি অটোরিকশা এবং সি,এন,জি থেকে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট টাকা নেয় এবং অবৈধ পার্কিং এর ব্যবস্থা করে দেয়।
বাংলাদেশ পুলিশের বেশীরভাগ সদস্য এখন সৎ, আমি ব্যক্তিগত ভাবে আশা করি কুমিল্লা জেলা পুলিশ অবশ্যই চাইবে না গুটিকয়েক দুর্নীতিতে আসক্ত পুলিশের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হোক।
আমি বরাবর আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে এই প্রতিবন্ধী রাসেলর জন্য পুরোপুরি আইন মেনে চলা হয়তো সম্ভব না।
রাসেলের সাথে ঘটে যাওয়া এই অন্যায় এর নিন্দা জানাই এবং আমাদের এই পোষ্ট এর মাধ্যমে যদি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তাহলে আশা করি এর সুষ্ঠ বিচার করবেন।