Site icon Amra Moulvibazari

জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন


শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা মামলার রায়ে প্রধান আসামি ফয়জুল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আরেক আসামি সোহাগের ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। খালাস পেয়েছেন ফয়জুলের বাবা, মা, ভাই ও মামা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল এই রায় দেয়। যে সকল লেখক মুক্তবুদ্ধি, প্রগতিশীলতা, সমাজে প্রচলিত ধর্মীয় কুসংস্কার বিষয়ে লেখেন বা বক্তব্য রাখেন, তাদের মধ্যে ভীতি ও শঙ্কা ছড়িয়ে দেয়া— এ হামলার উদ্দেশ্য ছিল বলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, সিলেট বিভাগীয় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলার সময় ড. জাফর ইকবালের ওপর ছুরি নিয়ে হামলা চালায় মাদরাসা ছাত্র ফয়জুল। ছাত্র-শিক্ষকরা ফয়জুলকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। মাথায় ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত জাফর ইকবালকে প্রথমে ওসমানী মেডিকেলে পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলা তদন্ত শেষে ৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

উল্লেখ্য, নিজের প্রিয় শিক্ষাঙ্গণে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা স্তব্ধ করেছিল দেশবাসীকে। প্রতিবাদে সরব হন নানা শ্রেণি-পেশার মানুষ।

/এমএন



Exit mobile version