Site icon Amra Moulvibazari

মৌলভীবাজারবাসী ভিক্ষুকদের জ্বালায় অতিষ্ঠ

মৌলভীবাজারবাসী ভিক্ষুকদের জ্বালায় অতিষ্ঠ

{"effects_tried":0,"photos_added":0,"origin":"gallery","total_effects_actions":0,"remix_data":["add_photo_directory"],"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":0,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"source_sid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1582090014647","total_editor_time":52,"total_draw_time":0,"effects_applied":0,"uid":"2FE4ECFB-CC27-45FD-80BB-25AF19ED6C0D_1582090014642","total_effects_time":0,"brushes_used":0,"height":719,"layers_used":0,"width":1280,"subsource":"done_button"}

মৌলভীবাজার এখন আর আগের মতো শান্তি নাই।
ঘর থেকে বের হলেই ভিক্ষুকদের জ্বালায় অতিষ্ঠ মৌলভীবাজার বাসিন্দা ।বাজার-হাট কিংবা শপিং মার্কেট গুলোতে প্রবেশ করলেন ভালো কথা কিন্তু বের হবার পর হয় ভিক্ষুকদের জ্বালায় মন মেজাজ খুব খারাপ হয়ে উঠে।
আর এসব ভিক্ষুকরা সবই অল্প বয়সী তরুনরা।উপস্থিত কিছু সংখ্যক মানুষদের সাথে কথা বললে আমরা মৌলভীবাজারি ডটকমকে জানান, আমিতো একা বাজারে যখন আসি বাজার করতে কি কোনো প্রয়োজনীয় কাজে কিংবা চৌমুহনা অথবা কুসুমবাগ এরিয়ায় গেলে তারা যেরকম আচরন করে মনে ওদের বাপের সম্পত্তি বন্ধক দিয়ে রেখেছে, যদি কোনো ক্ষেত্রে বিশেষে পরিবার নিয়ে বের হই তখনতো আর বলার মতো নয় ,সাহায্য করেন , আজকে খাই নাই আরো কত রকম ভাব ভংগি । তারা কোনো সময় টাকার জন্য কাপড় ধরে টানা টানি করে । এখন লাগছে যে ঘর থেকে বের হয়ে ইজ্জত বাচাঁনোর মতো না । তারাতো অল্প বয়সে এরকম ভাব ভংগি করে টাকা উপার্জন করা এরকম সঠিক পথ না । তারা যদি চায় সৎ উপায়েই অর্থ উপার্জন করে জীবিকা নিবার্চন করতে পারে ।

Exit mobile version