Site icon Amra Moulvibazari

যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল

যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল


যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২ এপ্রিল) ইকুইটি রাইটস অ্যান্ড গভর্নেন্স ট্রাস্টের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

যৌতুকের জন্য মৃত্যু ঘটানো শাস্তির বিধান উল্লিখিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় বলা হয়েছে, ‘মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উভয় ক্ষেত্রে উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’

ইউএইচ/



Exit mobile version