Site icon Amra Moulvibazari

দিনে গরমে গলছে সড়কের পিচ, রাতে দেখা মিলছে কুয়াশার

দিনে গরমে গলছে সড়কের পিচ, রাতে দেখা মিলছে কুয়াশার


দেশজুড়ে বেড়ে চলেছে গরমের তীব্রতা। প্রচণ্ড তাপে কোথাও কোথাও গলে যাচ্ছে সড়কের পিচ; রাস্তা পার হতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। সাথে তপ্ত রোদে হাঁসফাঁস জনজীবন।

তবে এই তীব্র গরমেও আশ্চর্যজনক বিষয় ফেনীসহ বিভিন্ন স্থানে রাতে দেখা মিলছে কুয়াশার। পরিবেশবিদরা বলছেন, বায়ুমন্ডলের নিয়মিত প্রবাহেই এমনটি ঘটছে।

সম্প্রতি বরিশালের আগৈলঝাড়ার রথখোলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পাড় হতে গিয়ে তাপে গোলে যাওয়া পিচে আটকে যান এক বৃদ্ধ। পরে সড়কে পানি ছিটিয়ে বৃদ্ধকে উদ্ধার করা হয়।। স্থানীয়রা বলছেন, সড়কটিতে এমন ঘটনা নিয়মিত হচ্ছে।

আবহাওয়ার, এই যখন অবস্থা, তখন প্রকৃতির ভিন্নতাও আছে ফেনীসহ কোথাও কোথাও। দিনে তীব্র গরম থাকলেও রাতে বদলে যাচ্ছে চিত্র। বইছে হিমেল হাওয়া; থাকছে কুয়াশাও।

পরিবেশবিদরা বলছেন, বায়মণ্ডলের নিয়মিত প্রবাহের কারণে বৈশাখে কোথাও কোথাও কুয়াশার দেখা মিলছে। এটি কোনো দুর্যোগের লক্ষণ নয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. মুজিবর রহমান বলেন, পশ্চিমা বায়ুতে প্রচুর পরিমাণে আদ্রতা। যার কারণে কিছুদিন আগে বিশাখাপত্তমে বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গসহ আমাদের বাংলাদেশে বৃষ্টি হয়নি। এজন্য জলবায়ু পরিবর্তন দায়ী নয়।

/এনএএস



Exit mobile version